Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ পাচারের চেষ্টা: আরব-আমিরাতের ফ্লাইট থেকে যাত্রী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১১:২১ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১১:২৪

গ্রেফতার যাত্রী মো. আব্দুল মজিদ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রায় ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রাসহ মধ্যপ্রাচ্যের শারজাহগামী ফ্লাইটের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ, কাস্টমস, ডিজিএফআই-এনএসআইয়ের যৌথ টিম তাকে গ্রেফতার করে মুদ্রাগুলো উদ্ধার করেছে।

গ্রেফতার যাত্রী মো. আব্দুল মজিদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, মজিদের কাছ থেকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার, সংযুক্ত আরব-আমিরাতের ৪৭ হাজার ৮৮৫ দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমান দিনার এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আব্দুল মজিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশে মুদ্রা পাচারের চেষ্টার অভিযোগ এনে নগরীর পতেঙ্গা থানায় মামলা করেছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ আছে, আব্দুল মজিদ শারজাহগামী এয়ার এরাবিয়া ফ্লাইটের যাত্রী ছিলেন। রোববার রাত ৮টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান।

ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে আচরণ সন্দেহজনক মনে হলে মজিদকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে ঘোষণা বহির্ভূত দেশি-বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়।

সারাবাংলা/আরডি/ইআ

অর্থ পাচারের চেষ্টা যাত্রী গ্রেফতার

বিজ্ঞাপন

পুরনো ফোনকে নতুন করার উপায়
২৮ জুলাই ২০২৫ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর