Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর মাধবদী পৌর মেয়র গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১১:৫২ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৪:০৪

মোশাররফ হোসেন প্রধান মানিক।

ঢাকা: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলরকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোশাররফ হোসেন মানিককে মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা ও আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন মোশাররফ হোসেন প্রধান মানিক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি মানিককে।

সারাবাংলা/এমএইচ/ইআ

নরসিংদী পৌর মেয়র গ্রেফতার