Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউজিসি চেয়ারম্যানের রুটিন দায়িত্বে অধ্যাপক তানজীমউদ্দিন খান

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১২:১৩ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১২:১৪

অধ্যাপক তানজীমউদ্দিন খান।

ঢাকা: চীনের হংকং সফরে আজ সোমবার (২৮ জুলাই) ঢাকা ছাড়ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। এ জন্য কমিশনের চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পেয়েছেন সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

জানা গেছে, একটি অনুষ্ঠানে অংশ নিতে আজ দেশটিতে সফরে যাচ্ছেন ইউজিসি চেয়ারম্যান। কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ হংকংয়ে অনুষ্ঠিতব্য ‘18th Asi@connect Governors meeting’ শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ২৮ জুলাই হতে ১ আগস্ট পর্যন্ত পাঁচ দিন (ট্রানজিট এবং ভ্রমণ সময় ব্যতীত) চীনের হংকং অবস্থান করবেন।

বিজ্ঞাপন

চেয়ারম্যানের বিদেশে অবস্থানকালে কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও আদেশে বলা হয়েছে, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) রুটিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

সারাবাংলা/এনএল/ইআ

অধ্যাপক তানজীমউদ্দিন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর