Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১২:২৫ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১২:২৮

ট্রলারডুবি। ছবি: সংগৃহীত

নোয়াখালী: জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মালবাহী বলগেটের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা সাকিব উদ্দিন (১৯) নামের এক জেলে নদীতে ডুবে নিহত হয়েছেন। এ ঘটনায় আরাফাত নামের আরেক জেলে নিখোঁজ রয়েছেন। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রহমত (৩২) নামের আরও এক জেলেকে।

সোমবার (১৮ জুলাই) ভোরে সুখচর ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব উদ্দিন চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।

নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের এবং আহত রহমত নিঝুমদ্বীপ ইউনিয়নের কাশেম মেস্ত্রীর ছেলে।

বিজ্ঞাপন

জেলেরা জানায়, সোমবার ভোরে নদীতে মাছ ধরা শেষে তীরে নৌঙর করা অবস্থায় ছিল আফসার মাঝির ট্রলারটি। ট্রলারের ভেতরে আফসার মাঝিসহ পাঁচজন ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ করে দক্ষিণ দিক থেকে আসা মালবাহী একটি বলগেট ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নদীর মধ্যে ট্রলারটি উলটে যায়। এ সময় ট্রলারে থাকা চারজন নদীতে পড়ে যায়, যার মধ্যে আফসার মাঝিসহ দুইজন জীবিত উঠতে পারলেও তিনজন নদীতে ডুবে যায়।

কিছুক্ষণ পর রহমতকে অচেতন অবস্থায় ও সকালে সাকিবের মৃতদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছে আরাফাত নামের এক জেলে। ঘটনার পরপর বলগেটটি উত্তর দিকে চলে যায়, যার ফলে সেটিকে চিহ্নিত করতে পারেনি জেলেরা।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

জেলের মৃত্যু ট্রলারডুবি

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচক কমেছে
২৮ জুলাই ২০২৫ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর