Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১২:৪৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৫:০৮

ওয়াকআউটের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাসভা থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠক চলার সময় দলটি এই প্রতিক্রিয়া দেখায়। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আলোচনার সময় বিএনপি বৈঠক থেকে সাময়িকভাবে বের হয়ে যায়।

দলের পক্ষ থেকে জানানো হয়, তারা আগে থেকেই সংবিধিবদ্ধ সংস্থাগুলোর বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব দিয়েছিল। কিন্তু আজকের বৈঠকে নতুন করে একই বিষয় তুলায় অসন্তোষ প্রকাশ করে দলটি ওয়াকআউট করে। তবে কিছুক্ষণ পরই বিএনপি আবার আলোচনায় যোগ দেয়।

ওয়াকআউটের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা আলোচনায় অংশ নিতে এসেছি সমাধানের লক্ষ্যে। কিন্তু বারবার পুরোনো প্রসঙ্গ টেনে এনে আলোচনা পিছিয়ে দেওয়া হচ্ছে। এটি কোনো ফলপ্রসূ পন্থা নয়।”

বিজ্ঞাপন

এর আগে, ২৩ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী-অভিভাবকদের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সিপিবি, বাসদ এবং বাংলাদেশ জাসদও ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করে ঐকমত্য সংলাপ ত্যাগ করে। ওই ঘটনায় সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছিলেন, “স্বৈরশাসনের পুরনো ছায়া আবার ফিরে আসছে। আমরা প্রতীকী প্রতিবাদ না করে পারছি না।”

সারাবাংলা/এফএন/ইআ

ওয়াকআউট জাতীয় ঐকমত্য কমিশন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর