Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার অ্যালার্মে স্থগিত ঐকমত্য কমিশনের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৩:৩১ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৩:৩৫

ঢাকা: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক জরুরি ফায়ার অ্যালার্মের কারণে স্থগিত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আচমকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সভাস্থল খালি করে দেন আয়োজকরা ও উপস্থিত নেতারা।

বৈঠকে উপস্থিত নেতারা তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে কোনো অগ্নিকাণ্ড বা বিপজ্জনক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ঘটনাটি প্রযুক্তিগত ত্রুটি, না কি অন্য কোনো নিরাপত্তাজনিত কারণে ঘটেছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে, সকাল থেকেই ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনটি শুরু হয়েছিল। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আলোচনার সূচনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/ইআ

জাতীয় ঐকমত্য কমিশন ফায়ার অ্যালার্ম