Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানওয়েতে স্কুল নির্মাণে অনুমতিদানকারীদের ধরতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৩:৪২

রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ -২০২৫’ অনুষ্ঠান।

ঢাকা: রানওয়েতে স্কুল নির্মাণ করা হয় কীভাবে প্রশ্ন রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘বিমানের রুট থাকা অবস্থায় সেখানে স্কুল নির্মাণের অনুমতি কেন দেওয়া হলো। যারা অনুমতি দিয়েছে তাদেরকে ধরতে হবে। মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার দায়ভার প্রত্যেক নাগরিকের। এর সঙ্গে যারা জড়িত তাদের সবার উপরই বর্তায়।’

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ -২০২৫’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার আহতদের চিকিৎসার সব খরচ সরকার শুরু থেকেই বহন করছে। হাসপাতালে চিকিৎসাধীন সবাইকে আমরা সর্বোচ্চ সেবাটাই দিচ্ছি।’

বিজ্ঞাপন

দুর্ঘটনার জন্য রাষ্ট্র দায়ী কিনা- প্রশ্নে তিনি বলেন, ‘যারা প্রতিষ্ঠান বা রেস্টুরেন্টের মালিক, যারা এসব এ অনুমতি দেয়, সামগ্রিকভাবে তারা সবাই এসব দুর্ঘটনার জন্য দায়ী। এর আগে রেস্টুরেন্টে আগুন লেগে অনেক মানুষ মারা গিয়েছিল। কিন্তু তারপরও কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আইন যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে রেস্টুরেন্ট আবার চালু হলো কিভাবে? বিল্ডিংয়ের কোড মেনে তৈরি করা হয়েছে কিনা সে বিষয়ে সঠিক তদারকী হচ্ছে না।’

নূরজাহান বেগম বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে সংস্কার দরকার, প্রত্যেকটা মানুষের মধ্যে সংস্কার দরকার। আমরা যদি আমাদের পরিবার ও বাচ্চাদের নিরাপদে রাখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের সংস্কার করতে হবে।’

বিগত সরকারের অনিয়মের ফল আমরা ভোগ করছি কিনা জানতে চাইলে তিনি বলেন, ”বিগত সরকার, নাকি তার আগের সরকার, নাকি ৫০ বছর ধরে চলছে আমার কাছে তো সেই তথ্য নাই। কিন্তু এটা তো হঠাৎ করে হচ্ছে না। এটার শুধু সরকারের একার দায়িত্ব না, প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’

নার্স ও চিকিৎসক নিয়োগ নিয়ে তিনি আরও বলেন, ‘দেশে ৪৩ হাজার নার্স আছেন। তাদের পদোন্নতি দীর্ঘদিন হয়নি। আমরা তাদের প্রমোশনের প্রক্রিয়াটা শুরু করেছি। আগস্টের মধ্যে তিন হাজার শূন্য পদ আমরা পূরণ করতে পারব। চিকিৎসকদেরও আমরা প্রমোশন দিচ্ছি।’

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

নূরজাহান বেগম মাইলস্টোন ট্র্যাজেডি স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর