Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি থেকে পদত্যাগ নিলা ইসরাফিলের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৪:২০ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৪:৩৬

নিলা ইসরাফিল।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নিলা ইসরাফিল পদত্যাগ করেছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি লিখেছেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।”

স্ট্যাটাসে তিনি বলেন, “এনসিপি এমন একটি দল যেখানে অপরাধীর বিচার হয় না, একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়। সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।”

তিনি অভিযোগ করেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা চালিয়েছেন যে ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তিনি দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন দল আর কোনো মতাদর্শ বা ন্যায়ের প্রতিনিধিত্ব করে না।”

বিজ্ঞাপন

নিলা আরও বলেন, “আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।”

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

এনসিপি নিলা ইসরাফিল পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর