Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংককে বাজারে গুলিতে নিহত ৬, পরে বন্দুকধারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৫ ১৪:৩২ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৪:৪০

প্রতীকী ছবি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওর তো কোর বাজারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এরপর নিজেই আত্মহত্যা করেন বন্দুকধারী।

সোমবার (২৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

ব্যাংককের ব্যাং সু জেলায় ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই জানান, হামলাকারী অন্তত ছয়জন নিরাপত্তাকর্মীর ওপর গুলি চালান। পরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। তিনি বলেন, ‘এটি এখন পর্যন্ত একটি গণহত্যার ঘটনা হিসেবেই তদন্ত করা হচ্ছে।’

ব্যাংকক মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার চারিন গোপত্তা রয়টার্সকে জানান, হামলায় ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তাকর্মী এবং একজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, তারা হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে কাজ করছে এবং তার সঙ্গে থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে চলমান উত্তেজনার কোনো সংযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি ঘটে ব্যাংককের ওর তো কোর বাজারে, যা তাজা ফলমূল এবং শাকসবজির জন্য বিখ্যাত।

সারাবাংলা/এনজে

আত্মহত্যা গুলি নিহত ব্যাংকক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর