Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৪:২৯

বদরুদ্দীন উমরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

ঢাকা: বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ইউনাইটেড হাসপাতালে যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার দুপুর ১২টায় ইউনাইটেড হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিছু সময় বদরুদ্দীন উমরের পাশে বসে থাকেন এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, গত ২২ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বদরুদ্দীন উমর। এখন তার শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

বদরুদ্দীন উমর বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর