ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর আবার আলোচনায় ফিরে আসে বিএনপি। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্য নষ্ট হবে।”
তিনি বলেন, “আমরা যেন আর কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ না দেখি, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে।”
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনে এসব কথা বলেন তিনি।
সংলাপের পরবর্তী ধাপে বিএনপির অংশগ্রহণের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমরা প্রস্তুত আছি, একটি টেকসই গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গঠনমূলক আলোচনায় অংশ নিতে।”