Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ৫ হত্যা: তিন আসামিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৫:০৭

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

এদিন সকালে তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা আগে থেকেই অন্য মামলায় গ্রেফতার রয়েছেন। তবে লক্ষ্মীপুরে পাঁচ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত ১৬ জুলাই এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। এর পরিপ্রেক্ষিতে আজ শুনানি হয়। একইসঙ্গে পরবর্তী শুনানির দিন ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন শহীদ হন। তারা হলেন- আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। এর মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ ও অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর