চট্টগ্রাম ব্যুরো: নিজ বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ওই ছাত্রী কোটাবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের সামনে একটি ভবনের চতুর্থ তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মৃত লাবিবা লামিয়া তানহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গেছে।
চবি’র সহকারী প্রক্টর অধ্যাপক কুরবান আলী সারাবাংলাকে বলেন, ‘বাসায় জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় লামিয়ার লাশটি ঝুলছিল। পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশও সেখানে আসে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।’
সহপাঠীরা জানিয়েছেন, লামিয়া ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত বছর সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন থেকে সরকার পতনের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।
চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘লামিয়া সবসময় মিছিলের সামনে থাকতো। তেজোদীপ্ত সাহস ছিল, কথাবার্তায় ছিল অসম্ভব জোর। এমন মেয়ে আত্মহত্যা করবে, সেটা বিশ্বাস করা যায় না। আমরা লামিয়ার মৃত্যুর তদন্ত দাবি করছি।’