ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি, দেশের রাজনৈতিক সংস্কার, দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানিয়েছন, রাষ্ট্রদূত বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন সম্ভাবনা নিয়ে প্রশংসা করে বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ। টেকসই উন্নয়নের লক্ষ্যে এখনো অনেক কিছু করার সুযোগ রয়েছে।”
তিনি বলেন, “সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু, গণতান্ত্রিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছি। দেশের উন্নয়নের জন্য দরকার রাজনৈতিক সংস্কার এবং নির্বাচনব্যবস্থায় ন্যায্যতা ফিরিয়ে আনা।”
গোলাম পরওয়ার জানান, আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়েছেন রাষ্ট্রদূত। এর জবাবে জামায়াত আমির বলেন, “আমরা আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছি। বেশিরভাগ রাজনৈতিক দলই পিআর পদ্ধতিকে সমর্থন করেছে।”
তিনি বলেন, “কালো টাকা ও পেশিশক্তি থেকে মুক্ত, এবং মনোনয়ন বাণিজ্যমুক্ত একটি মানসম্পন্ন পার্লামেন্ট গঠন করতে হলে পিআর পদ্ধতি গুরুত্বপূর্ণ। এই পদ্ধতির মাধ্যমেই আমরা ভোটারদের ভোটাধিকার সঠিকভাবে মূল্যায়ন করতে পারি।”
বৈঠকে জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্য কেন্দ্রীয় নেতারা।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প, বিনিয়োগ ও পারস্পরিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রেও খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান জামায়াত নেতারা।