Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৬:২০ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৬:২৪

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৪ পেশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (২৮ জুলাই) দুপুর দেড়টায় প্রধান বিচারপতির নেতৃত্বে বঙ্গভবনে যান সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য বিচারপতি একেএম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ।

বিজ্ঞাপন

সাক্ষাতের সময় বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক দিয়ে রাষ্ট্রপতিকে জানান কমিটির সদস্যরা।

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর