রংপুর: উত্তরবঙ্গের দীর্ঘদিনের বাজেটবৈষম্য নিরসন এবং সার্বিক উন্নয়নের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই দফা দাবি পেশ করার মাধ্যমে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হয়ে উত্তরবঙ্গ ব্লকেড করাসহ অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এর আগে, দুপুর ১২ টায় রংপুরের ৮ জেলার প্রবেশদ্বার মডার্ন মোড়ে গিয়ে অবস্থান নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা।
এ সময় তারা- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামোগত খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিটি গঠনসহ দুই দফা দাবি পেশ করেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও আসে তাদের পক্ষ থেকে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা ঘোষণা করেন। তাদের দেওয়া অন্য আরেকটি দাবি হলো- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করার।
এর আগে, দুপুর সাড়ে ১২টার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি পার্কের মোড় হয়ে রংপুরের ৮ জেলার প্রবেশদ্বার মডার্ন মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন মডার্ন মোড়। ‘লাশ লাগলে লাশ নে, উত্তরবঙ্গে বাজেট দে’ স্লোগানে স্লোগানে মুখরিত হয় এলাকা।
শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রোববার (২৭ জুলাই) ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন, চারটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির দুইটি প্রকল্প রয়েছে। রংপুরের জন্য কোনো প্রকল্প নেই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০০ হাজার কোটি টাকার ওপরে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে, তা আসেনি একনেকে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ প্রথম জীবন দিয়ে ক্ষমতায় বসিয়েছে এই সরকারকে। প্রধান উপদেষ্টাসহ ৫-৬ জন উপদেষ্টা ভিজিট করে বেরোবি ও রংপুরের উন্নয়নে আশ্বাস দিয়েছেন। অথচ গতকালও ২ হাজার ৮৪০ কোটি টাকার প্রকল্প পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে ঢাবির অবকাঠামো উন্নয়ন করা হবে।
শামীম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘চলমান বাজেটে রংপুর সিটি করপোরেশনের জন্য বাজেট শূন্য যা একটা স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যেও এতো বৈষম্য ছিল না। কিন্তু অন্যান্য বিভাগের চেয়ে বাজেট বরাদ্দ কম সবসমই রংপুর বিভাগে। দরিদ্র জনগোষ্ঠীর হারও বেশি এ অঞ্চলে এসব কারণে। অথচ ইতিহাস বলে ব্রিটিশ আমল থেকে ২০২৪ পর্যন্ত সকল বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুর এগিয়ে, সব বিপ্লবীদের মধ্যে প্রথম শহিদ এখান থেকেই। এরপরও কী বৈষম্য থেকেই যাবে বলে প্রশ্ন তোলেন।’
জানা গেছে, তাদের দেওয়া কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবু সাঈদ চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে ঘোষণা আসেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগের পক্ষ থেকে।