কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় পাকিস্তানের কোনো সম্পৃক্ততার প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য কুইন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বলে টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে।
পি চিদাম্বরম পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে মোদি সরকারের স্বচ্ছতার অভাবের সমালোচনা করে বলেন, হামলাকারীদের পরিচয়, জাতীয় তদন্ত সংস্থার অগ্রগতি ও অভিযানের প্রকৃত তথ্য গোপন করা হয়েছে।
চিদাম্বরম বলেন, ‘সন্ত্রাসীদের অবস্থান কোথায়? কেন তাদের এখনো গ্রেফতার করা হয়নি বা চিহ্নিত করা যায়নি? সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য না দিয়ে কেবল বিচ্ছিন্নভাবে বিভিন্ন কর্মকর্তার বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ‘
প্রতিরক্ষা প্রধান সিঙ্গাপুরে, উপসেনাপ্রধান মুম্বাইতে, নৌবাহিনীর এক জুনিয়র কর্মকর্তা ইন্দোনেশিয়াতে বক্তব্য রাখছেন কিন্তু প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কেন এ বিষয়ে একক ও পরিষ্কার বিবৃতি দিচ্ছেন না বলে প্রশ্নও তোলেন তিনি।
চিদাম্বরম দাবি করেন, সরকার হয়তো অভিযান চলাকালে কৌশলগত ভুল এবং হতাহতের ঘটনা গোপন করছে। আমি মনে করি অপারেশন সিঁদুরে কৌশলগত ভুল হয়েছে, পরে নতুনভাবে পরিকল্পনা নিতে হয়েছে। প্রতিরক্ষা প্রধান এর ইঙ্গিতও দিয়েছেন।
এছাড়াও, এনআইএ কী তদন্ত করেছে তা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এতদিনে তারা হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পেরেছে কি? তারা আদৌ পাকিস্তান থেকে এসেছিল, এমন কোনো প্রমাণ নেই। হতে পারে তারা অভ্যন্তরীণ সন্ত্রাসী ছিল। তাহলে ধরে নিচ্ছেন কেন, তারা সীমান্ত পেরিয়ে এসেছে?’
তিনি বলেন, ‘সরকার নিজেদের ক্ষয়ক্ষতির তথ্যও গোপন করছে। আমি আগেই বলেছি, যুদ্ধে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়। ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি স্বীকার করা উচিত।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এরপর ভারত ৬ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর।