Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমিতে চলছে সকল জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৭:১২

ঢাকা: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে সকল জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী।

রোববার (২৭ জুলাই) থেকে এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত। প্রদর্শনী শুরু হয় প্রতিদিন সকাল ১১টায়। চলে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীতে বাঙালি চাকমা, গারো, মারমা, ম্রো, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল, মনিপুরী, হদি প্রভৃতি জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিসপত্র, আসবাব, ঘর-দরজা, পোশাক-আশাক, খাদ্যপণ্য, ঘর সাজানোর উপকরণ ইত্যাদি স্থান পেয়েছে।

তিন দিনের এই আয়োজনে নগর জীবনে অভ্যস্তরা কৌতুহলভরে ভীর করছেন সকল জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

প্রদর্শনী বাংলা একাডেমি সাংস্কৃতিক ঐতিহ্যে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর