Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেটা প্রযুক্তিতে এগিয়ে যাবে দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৭:২৬

ঢাকা: ডেটা এখন শুধু তথ্য নয়—এটা ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো সিগেট পার্টনার সামিট ২০২৫, যা যৌথভাবে আয়োজন করে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেড। এই সামিট ছিল উদ্ভাবন, অংশীদারিত্ব ও প্রবৃদ্ধির এক চমৎকার মেলবন্ধন, যেখানে অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা প্রযুক্তি অংশীদার, ডিস্ট্রিবিউটর ও বিশেষজ্ঞরা।

সোমবার (২৮ জুলাই) গ্লোবাল ব্রান্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। তার প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা ও নেতৃত্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করে আসছে। তিনি তার বক্তব্যে অংশীদারিত্ব ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন, যা ভবিষ্যতের প্রযুক্তিকে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেকটরা ইনোভেশনস পিটিই লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মি. জর্জ ডি কোস্টা। যিনি বাংলাদেশের বাজারে সিগেট-এর অগ্রগতিতে স্পেকটরা-র কার্যকরী অবদান ও শক্তিশালী পার্টনারশিপের দৃষ্টান্ত তুলে ধরেন। বাংলাদেশের বাজারকে ঘিরে সামিট পণ্যের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর প্রোডাক্ট ম্যানেজার জহির আব্বাস।

সামিটে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় ইন্টারেক্টিভ কুইজ সেশন, যেখানে বিজয়ীরা পান আকর্ষণীয় উপহার। এছাড়াও র‍্যাফেল ড্রতে ভাগ্যবান অতিথিরা জিতে নেন দারুণ সব প্রাইজ। পুরো আয়োজনটি শেষ হয় উষ্ণ গালা ডিনার আর প্রাণখোলা আড্ডার ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে—যেখানে মানুষ শুধু ডেটা নিয়ে কথা বলেনি, বরং একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করেছে।

আধুনিক তথ্য সংরক্ষণের ভবিষ্যৎ গঠনে প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী অংশীদারিত্ব। সিগেট পার্টনার সামিট ২০২৫ প্রমাণ করে, প্রযুক্তির ভবিষ্যৎ কেবল একা এগিয়ে যাওয়ার নয়—বরং একসাথে পথচলার মধ্যেই নিহিত আছে বড় অর্জনের সম্ভাবনা।

সারাবাংলা/ইএইচটি/এসআর

অগ্রযাত্রা গ্লোবাল ব্রান্ড ডেটা প্রযুক্তি