Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালু মহাল নিয়ে জলদস্যুদের ২ গ্রুপের গোলাগুলি, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৮:৪৪

গুলিবিদ্ধ হয়ে নিহত জলদস্যু স্যুটার মান্নান।

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহালের আধিপত্য নিয়ে জলদস্যুদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় শুটার মান্নান নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী আরেক জলদস্যু হৃদয় বাঘ গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর গজারিয়ার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এলাকায় এ ঘটনা ঘটে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আলম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মেঘনা নদীর কালিপুরা এলাকায় ইঞ্জিনচালিত একটি ট্রলারে থাকা শুটার মান্নান ও তার তিন সহযোগীকে লক্ষ্য করে গুলি ছোড়ে প্রতিপক্ষ জলদস্যু পিয়াস-নয়ন গ্রুপ। এ সময় আত্মরক্ষায় মান্নান গ্রুপও পালটা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শুটার মান্নান ঘটনাস্থলে নিহত হন। আর গুলিবিদ্ধ হন মান্নানের সহযোগী হৃদয় বাঘ।

বিজ্ঞাপন

ওসি আনোয়ারুল আরও জানান, এ সময় মান্নানের অপর দুই সহযোগী নদীতে ঝাঁপিয়ে পড়ে। তবে তারা গুলিবিদ্ধ হয়েছে কিনা বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

গোলাগুলি জলদস্যুর গ্রুপ নিহত বালু মহাল