Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লালমনি এক্সপ্রেসে’ লোকাল ট্রেনের ধাক্কা, উলটে গেল ২ বগি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৭:৪৯

‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি উলটে গেছে।

লালমনিরহাট: লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে লোকাল ট্রেনের ধাক্কায় আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি উলটে গেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রুটে প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২ টায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিডিআর গেট থেকে পুরান বাজারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বন্ধ থাকে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল। একই সময় বিডিআর গেট এলাকায় অন্য একটি রেললাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন ঘোরানো হচ্ছিল। সে সময় লোকাল ট্রেনটি সজোরে লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দিলে দুটি বগি লাইনচ্যুত হয়ে উলটে যায়। তবে, ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম বলন, ‘ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রেনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪ টায় ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

সারাবাংলা/এইচআই

লালমনি এক্সপ্রেসে লালমনিরহাট লালমনিরহাট-বুড়িমারী রুট