ঢাকা: জুলাই সনদে শ্রম সংস্কার কমিশনের সুপারিশের প্রতিফলন রাখার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। সেইসঙ্গে একটি স্থায়ী শ্রম কমিশন গঠনেরও সুপারিশ করেছেন তারা।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ধানমন্ডির ঢাকা আহছানিয়া মিশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর সুপারিশ বাস্তবায়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় বক্তারা এ সুপারিশ করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এই মতবিনিয়ম সভার আয়োজন করে। জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনগুলো এতে অংশ নেয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক জোট’র সভাপতি মেজবাহউদ্দীন আহমেদ ও বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন, অ্যাডভোকেট একেএম নাসিম, সাকিল আখতার চৌধুরী এবং তাসলিমা আখতার।
সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, বিলস পরিচালক কোহিনূর মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ। সভায় কমিশনের প্রতিবেদনের সুপারিশের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম।
সভায় জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনের নেতারা জুলাই সনদে কমিশনের সুপারিশগুলোর প্রতিফলন রাখা এবং একটি স্থায়ী শ্রম কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন। পাশাপাশি তারা সুপারিশ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
পরামর্শগুলোর মধ্যে রয়েছে- সুপারিশ বাস্তবায়নে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন, কমিশনের সুপারিশগুলো সহজ ভাষায় সারাদেশের শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য লিফলেট, পোস্টারসহ বিভিন্ন প্রচার উপকরণ তৈরি ও ব্যাপক প্রচার চালানো।
এ ছাড়াও, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক অধিকার সংগঠনগুলোর নিজেদের কর্মী ও সদস্যদের অবহিতকরণ, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অ্যাডভোকেসি ও প্রচার টিম গঠনের বিষয়ে মত দেন নেতারা।