Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী হুমায়রার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৮:১৫

বিমানবাহিনীর শ্রদ্ধা

টাঙ্গাইল: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী মেহরিন আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। এসময় কবর জিয়ারত শেষে হুমায়রার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া এলাকায় হুমায়রার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বীর উত্তম সুলতান মাহমুদ বিমান ঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। তিনি বিমানবাহিনীর প্রধানের পক্ষে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিহত হুমায়রার বাবা মো. দেলোয়ার হোসেন ও বিমানবাহিনীর ১২ জন সদস্য। পরে প্রতিনিধি দলটি শোকাহত হুমায়রার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

‎উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বজনদের বলেন, বিমানবাহিনী সব সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে। বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আল্লাহতালা দ্রুত শোক কাটিয়ে উঠার তওফিক দান করুন সেই প্রার্থনা করি।

নিহত হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার সময় আমি স্কুলের বাইরে ছিলাম। খবর পেয়ে স্কুলের গেটে গিয়ে মনে হলো ‘কিয়ামত’ দেখলাম। আমার সবচেয়ে বড় কষ্ট মেয়ের মৃত্যুর সময় আমি পাশে ছিলাম না। আমার মেয়েটা খুব কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। ওর মুখ, শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের মত জনবহুল এলাকায় যেন আর কখনো প্রশিক্ষণ বিমান উড়ানো না হয়, এভাবে যেন কোন বাবা-মা’র বুক খালি না হয়।’

‎উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের শিক্ষার্থী মেহরিন আফরিন হুমায়রার মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ গ্রামের বাড়িতে সখিপুরে দাফন করা হয়।

সারাবাংলা/এসআর

বিমান বাহিনী বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর