খুলনা: দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার।
সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে সকালে কুয়েট শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন তিন সপ্তাহের জন্য স্থগিত করে।
উপাচার্য অধ্যাপক হেলালী জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাসের পাশাপাশি তদন্ত কার্যক্রমও চলবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার পরপরই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর পর শিক্ষক সমিতির আন্দোলনের কারণে দীর্ঘদিন ক্লাস শুরু করা সম্ভব হয়নি।