Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি ইলিয়াসসহ ৪ জনের নামে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৮:৩৮

ঢাকা-১৬ আসনের সাবেক এমপি মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। ছবি: সংগৃহীত

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক এমপি মো. ইলিয়াস উদ্দিন মোল্লাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু হানিফ এবং সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) মো. হারিজুর রহমান।

তিনি বলেন, ‘জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদফতরের কয়েকজন সাবেক প্রকৌশলীর যোগসাজশে মিরপুরের পল্লবীর ঝিলপাড় এলাকার সাত একর সরকারি জমি অবৈধভাবে দখলে রাখেন ইলিয়াস মোল্লা। এখান থেকে তিনি দীর্ঘদিন ভাড়া তুলে বিপুল অর্থ আত্মসাৎ করেন। ১৬ বছরে ভাড়া বাবদ ৩৭ কোটি ৪৪ লাখ টাকা তোলেন সাবেক এমপি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইলিয়াসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে পাওয়া অভিযোগ পর্যায়ক্রমে অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমান মামলাটি তার বিরুদ্ধে চলমান তদন্তের অংশ। তাকে শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্য করেন গৃহায়নের কর্মকর্তারা। তবে ক্ষমতার পটপরিবর্তনের পর ইলিয়াসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়।’

সারাবাংলা/আরএম/এইচআই

দুদক মামলা সাবেক এমপি ইলিয়াস