Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল কাল

ঢাবি করেস্পন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৯:১৬ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৯:২১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল মঙ্গলবার (২৯ জুলাই) ঘোষণা ঘোষণা করা হবে।

সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়। ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

চিফ রিটার্নিং অফিসার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ২৯ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণায় গণমাধ্যমগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/পিটিএম

ডাকসু তফসিল নির্বাচন হল সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর