Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে মাছ ধরার নিষিদ্ধ ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৯:২৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৯:৩৯

জব্দ হওয়া নিষিদ্ধ ট্রলিং ট্রলার।

কক্সবাজার: উপকূলবর্তী সাগরে অভিযান চালিয়ে মাছ ধরার বিভিন্ন উপকরণসহ একটি নিষিদ্ধ ট্রলিং ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৮ জুলাই) সকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

জব্দ এফবি ‘শাহ সমিউদ্দিন এক’ নামের ট্রলারটির মালিক চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা হাবিবুর রহমান বাদশা।

কোস্ট গার্ডসহ সংশ্লিষ্টরা জানিয়েছে, গভীর সমুদ্রে অবাধে চলছে নিষিদ্ধ ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকার। এতে মৎস্য সংকট দেখা দেওয়ার পাশাপাশি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ প্রকৃত জেলেরা।

কক্সবাজার সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, সকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় গভীর সাগরে মাছ ধরার নিষিদ্ধ ট্রলিং ট্রলার অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করে মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

অভিযান কোস্ট গার্ড ট্রলার জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর