Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে করোনায় আক্রান্ত আরও ১ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৯:২৬

প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ১০৭টি নমুনা পরীক্ষা করে এক জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময় করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৭টি নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬১ জনে। এ ছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন এবং সর্বমোট ২৯ হাজার ৫২৭ জন।

এর আগে, গতকাল রোববার (২৭ জুলাই) এক জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তবে ওই সময়ে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ  আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এসএস

আক্রান্ত করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর