ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পুরোনো ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ের রাজনৈতিক দমনপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেছেন।
সোমবার সন্ধ্যায় দেয়া এই পোস্টে সারজিস আলম লিখেন, “২৪-এর অবৈধ নির্বাচনের দুই মাস আগে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের কার্যক্রম একে একে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। সমালোচকদের ওপর জামায়াত-শিবির কিংবা রাজাকার ট্যাগ সেঁটে চেপে ধরা হয়েছিল। তখন প্রতিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, রিঅ্যাকশন এবং কমেন্ট নজরদারির আওতায় এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুমে ডেকে জবাবদিহি করানো হতো।”
তিনি জানান, সেই সময় তিনি আওয়ামী লীগের ‘চেতনা ব্যবসা ও ট্যাগ দেওয়ার নষ্ট রাজনীতির’ বিরুদ্ধে একটি প্রতিবাদী ভিডিও প্রকাশ করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি প্রকাশের পর তিনি বিভিন্ন মহল থেকে হুমকির মুখে পড়লেও বিবেকবোধের সঙ্গে আপস করেননি এবং প্রতিবাদ চালিয়ে গেছেন।
সারজিস বলেন, “আমি নির্বাচনে ভোট দিইনি এবং সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছিলাম। এখন যারা বিভিন্ন পুরোনো বিতর্ক প্রতিযোগিতা বা বক্তৃতার ভিডিও শেয়ার করেন, তারা অনুগ্রহ করে ২৪-এর নির্বাচনের আগের এই ভিডিওটিও দেখবেন।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে একজন তরুণ রাজনৈতিক কর্মীর সাহসিকতার নিদর্শন বলে মনে করছেন, আবার কেউ এনসিপির সাম্প্রতিক দলীয় সংকটের প্রেক্ষাপটে এটিকে অবস্থানগত স্পষ্টীকরণ হিসেবে দেখছেন।