চাঁপাইনবাবগঞ্জ: বাস চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল। এতে করে ভোগান্তি বেড়েছে এ পথের যাত্রীদের। তবে এ রুটে স্বাভাবিক রয়েছে বিআরটিসির বাস চলাচল।
বাসচালক ও শ্রমিক নেতারা জানান, গত শনিবার (২৬ জুলাই) গোদাগাড়িতে দুই জেলার চালক ও শ্রমিকদের বাকবিতন্ডার জেরে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করা হয়। এর পালটা প্রতিক্রিয়ায় রাজশাহীর এক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকরা। এরপর থেকেই রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেন চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকরা। তবে রাজশাহীর বাস চলাচল করছে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশ মুখ বালিয়াঘাটা পযন্ত। এরপর যাত্রীরা বাকিটা পথ অটো ও সিএনজিতে করে যাচ্ছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের কামাল জানান, দুই জেলার বাস চালক ও শ্রমিকদের মধ্যে সৃষ্ট জটিলতা নিরশনে নেতৃবৃন্দরা আলোচনা করছেন, দ্রুতই বাস চলাচল স্বাভাবিক হবে।