Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম, ৫ সদস্যের তদন্ত কমিটি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৯:৫৯

ফরেন সার্ভিস একাডেমি। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসগুলোর সংলাপ চলাকালীন ফায়ার অ্যালার্ম সিস্টেম হঠাৎ সক্রিয় হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালীন ফায়ার অ্যালার্ম সিস্টেম আকস্মিক সক্রিয় হয়ে পড়ে। আনুমানিক ১২ টা ২০ মিনিটে একাডেমিতে স্থাপিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এটি সক্রিয় হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একাডেমিতে কর্তব্যরত কর্মচারীরা অ্যালার্মের সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং কারণ অনুসন্ধান করেন। প্রাথমিক তদন্তে কোথাও কোনো ধরণের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি অধিকতর খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে আহবায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং গণপূর্ত অধিদফতরের প্রতিনিধিসহ ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/একে/পিটিএম

তদন্ত কমিটি ফরেন সার্ভিস একাডেমি ফায়ার অ্যালার্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর