ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ লক্ষ্যে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা, চট্রগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের সংসদীয় আসনের প্রাথমিক বাছাইয়ে নির্ধারিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকার অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘ইসলামী আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বদ্ধপরিকর। পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আমরা শেষ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যাব। একইসঙ্গে প্রচলিত নির্বাচন পদ্ধতিতেও প্রস্তুতি নিয়ে রাখতে চাই। কারণ, আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। সেজন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’
তিনি বলেন, ‘‘আমাদের আমিরের ঘোষিত ‘একবাক্সে ভোট’ নীতি নিয়ে আমরা দৃঢ় আশাবাদী। আমরা আমাদের মতো করে কাজ গোছানোর জন্য প্রার্থী ঘোষণা করব। তারা প্রচারণাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন। নির্বাচনের আগে জাতীয় স্বার্থে কোনো দলকে কোনো আসন ছেড়ে দিতে হলে নির্দ্বিধায় আমরা তা করব। ফলে আসনভিত্তিক প্রার্থী ঘোষণার সঙ্গে ‘একবাক্সে ভোট’ নীতির কোনো অসামঞ্জস্যতা নাই।’’