Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুশাসন প্রতিষ্ঠার নীতিতে বিএনপির অনীহা আমাদের শঙ্কিত করে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২০:৪৮

ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

ঢাকা: ‘সুশাসন প্রতিষ্ঠার নীতিতে বিএনপির অনীহা ইসলামী আন্দোলনকে শঙ্কিত করে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সোমবার (২৮ জুলাই) পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় তিনি এ কথা জানান।

ঐকমত্য কমিশনে বিএনপির ওয়াকআউট করার প্রসঙ্গ টেনে গাজী আতাউর রহমান বলেন, ‘শাসন বিভাগ জনতার অনুমোদিত আইনের বলে ক্ষমতায়িত হয় এবং সেই আইনের জন্য জনতার কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু, বাংলাদেশের অতীতের তিক্ত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে, জনতার কাছে দায়বদ্ধতা এড়াতে নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে।’

বিজ্ঞাপন

‘সেজন্যই নির্বাহী বিভাগের ক্ষমতায় ভারসাম্য তৈরির চেষ্টা করা হচ্ছে। সারা বিশ্বেই এখন ডেলিগেশন অব পাওয়ার বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ একটি বহুল চর্চিত সুশাসন নির্দেশক। সুশাসন প্রতিষ্ঠার এমন পরীক্ষিত ও বহুল চর্চিত নীতির ক্ষেত্রে বিএনপির অনীহা আমাদেরকে শঙ্কিত করে। আমরা আশা করব, ক্ষমতার বিকেন্দ্রিকরণে বিএনপি ঐকমত্য কমিশনকে সহায়তা করবে’— বলেন গাজী আতাউর রহমান।

সারাবাংলা/এজেড/এইচআই

ইসলামী আন্দোলন বিএনপি মাওলানা গাজী আতাউর রহমান সুশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর