Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, চাকরি হারালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ০০:১৫

শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস।

পাবনা: অনৈতিক সম্পর্ক ও যৌন হয়রানির অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড। ২৬ জুলাই (শনিবার) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও পাবনার ঈশ্বরদী পৌর শহরের পোস্ট অফিস এলাকার বাসিন্দা। ভুক্তভোগী একই বিভাগের মাস্টার্সের সান্ধ্যকালীন ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সুব্রত কুমার বিশ্বাসের সঙ্গে সমাজকর্ম বিভাগের স্নাতোকোত্তরের এক ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। কিন্তু পরবর্তীতে সুব্রত ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর সুব্রত কুমার বিশ্বাসের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী বিভাগের চেয়ারম্যানের কাছে যৌন হয়রানির অভিযোগ দেন। এরপর ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এ অভিযোগ নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়।

বিজ্ঞাপন

সেই কমিটি গত বছরের ৯ অক্টোবর অভিযুক্ত শিক্ষককে সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। এরপর এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল উচ্চতর তদন্ত করলে অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী নীতিমালা-২০০৮’ অনুযায়ী সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেন।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, ‘রিজেন্ট বোর্ডে এক জন শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি আইন অনুযায়ীই হয়েছে।’

সারাবাংলা/এনজে

অনৈতিক সম্পর্ক ছাত্রী বহিষ্কার বিশ্ববিদ্যালয় শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর