ঢাকা: বাংলা একাডেমি প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা’ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই)।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলা একাডেমির উদ্যোগে এ বইমেলার আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন জুলাই শহিদ ফাহিম জাফরের মা কাজী লুলুল মাখ মিন। অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা।
৩১ জুলাই থেকে মেলা শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করবে। প্রতিদিনই থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো: অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অনুপ্রাণন প্রকাশন, অবসর প্রকাশনা সংস্থা, অ্যার্ডন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আদর্শ, আহমদ পাবলিশিং হাউস, আহসান পাবলিকেশন্স, ইতি প্রকাশন, ইলান নূর এডিফিকেশন লিমিটেড, এড়ড়ভর, ঐতিহ্য, কথাপ্রকাশ, কবি প্রকাশনী, কলি প্রকাশনী, কাকলী প্রকাশনী, কিন্ডারবুকস পাবলিকেশন্স, কোয়ান্টাম, গার্ডিয়ান পাবলিকেশন্স, গ্রন্থিক প্রকাশন, জ্ঞান বিতরণী, জ্ঞানকোষ প্রকাশনী, তাকধুম, ত্রয়ী, দারুস সালাম বাংলাদেশ, দি ইউনির্ভাসিটি প্রেস লি. (ইউপিএল), দিব্যপ্রকাশ, ধ্রুবপদ, নালন্দা, পুথিপ্রকাশ, প্রতিভা প্রকাশ, প্রথমা, প্রিয়মুখ প্রকাশনী, বাঁধন পাবলিকেশন্স, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি., বাতিঘর, বাতিঘর প্রকাশনী, বিআইআইটি পাবলিকেশন্স, বিদ্যা প্রকাশ, বেঙ্গলবুকস, ভাষাচিত্র, মক্কা পাবলিকেশন্স, মাওলা ব্রাদার্স, শিখা প্রকাশনী, শিলা প্রকাশনী, সন্দীপন প্রকাশন, সময় প্রকাশন, সৃজন, স্টুডেন্ট ওয়েজ, স্বরে অ-সহ দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান।