Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও জামায়াতের আপত্তি নেই: ডা. তাহের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২১:১৮

ঢাকা: জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

রোববার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘নির্বাচনে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু নানা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে তুলতে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীদের ভোটার করা, ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচন কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসমাপ্ত। সরকার প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তিতে আগ্রহ দেখালেও বাস্তবে তা বাস্তবায়িত হয়নি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে সময় খুবই সীমিত।’

বিজ্ঞাপন

সিনিয়র এই জামায়াত নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমাদের মনে হয়, কোথাও কোনো চক্রান্ত লুকিয়ে আছে। আমরা চাই, একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক। কে সরকারে যাবে, কে বিরোধী দলে যাবে তা নির্ধারণ করবে জনগণ। জনগণের রায়ই চূড়ান্ত। আমরা সে রায় মেনে নিতে প্রস্তুত।’

আজকের সংলাপ প্রসঙ্গে ডা. তাহের বলেন, আলোচনা শুরু হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়ে। প্রথম পর্বে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

সারাবাংলা/এফএন/এসএস

জাতীয় নির্বাচন জামায়াত ডা. তাহের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর