ফরিদপুর: ফরিদপুরে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জুলাই পুনর্জাগরণ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন ও ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত ছয়জন চিকিৎসক বিভিন্ন রোগের রোগীদের সেবা ও বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করেন।