Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরে গেলেন ভারতের মেডিকেল টিম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২০:৫৭

ভারতীয় মেডিকেল টিম – (ছবি : ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন)

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা কার্যক্রম শেষ করে দেশে ফিরে গেছেন ভারতীয় মেডিকেল টিম।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় টিমের সদস্যরা ভারতে ফিরে যান।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার সদস্যের মেডিকেল টিমে ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল- নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞরা ছিলেন। চিকিসৎক দলটি গত ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল।

হাইকমিশন আরও জানায়, গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ভারতীয় মেডিকেল টিমটি বাংলাদেশে আসে।

বিজ্ঞাপন

ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) -এ তাদের বাংলাদেশি সহযোগীদের সঙ্গে কাজ করেছে। মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। ভারতীয় টিমটি এনআইবিপিএস-এ অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

বিজ্ঞপিতে আরও জানানো হয়েছে, এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে ভারত।

বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এ সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন।

সারাবাংলা/একে/আরএস

ভারতীয় মেডিকেল টিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর