Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজ্জাহ আনোয়ারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২০:৫৬

মালয়েশিয়া পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি ইজ্জাহ আনোয়ারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: ঢাকায় সফররত মালয়েশিয়া পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমকে এ সংবাদ জানায় বিএনপির মিডিয়া সেল। এর আগে, রোববার (২৭ জুলাই) রাতে বনানীর শেরাটন হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন।

সৌজন্য এ সাক্ষাতের দুই দেশের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, আমদানি, রফতানি, সাংস্কৃতিক আদান-প্রদান ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন নুরুল ইজ্জাহ আনোয়ার এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তার উপদেষ্টা ফজলে এলাহী আকবর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এইচআই

আনোয়ার ইব্রাহিম ইজ্জাহ আনোয়ার পিপলস জাস্টিস পার্টি বিএনপি মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর