ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংশোধনী প্রকাশ করেছে।
সোমবার (২৮ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংশোধনী আনা হয়েছে।
সংশোধনী দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিসিএস(বিশেষ) পরীক্ষা- ২০২৫ এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচির প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তিতে সংশোধনী আনা হয়েছে। বিজ্ঞপ্তির ৩.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটির পরিবর্তে ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটি প্রতিস্থাপিত হবে।
এর আগে, রোববার (২৭ জুলাই) ৪৮তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৮তম (বিশেষ) বিসিএসের ভাইভা শুরু হবে আগামী ৬ আগস্ট (বুধবার) সকাল ১০টায়। ওই দিন সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এর আগে, অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন, এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা মূলত স্বাস্থ্য খাতে জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজন করা হয়।