Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২১:৪০ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২২:০৭

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ আদালতের ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনের রায়ের আলোকে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল ১১তম (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম (প্রশিক্ষণবিহীন) গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় আরও জানায়, এই যুগান্তকারী সিদ্ধান্ত প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এতে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় হবে। এর ফলে তারা আরও উদ্দীপ্ত হয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

সারাবাংলা/এসএস

১০ম গ্রেডে উন্নীত প্রধান শিক্ষক প্রাথমিক বেতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর