চট্টগ্রাম ব্যুরো: ‘জুলাই পুনর্জাগরণ উৎসব’র অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনীর চিকিৎসক দল।
সোমবার (২৮ জুলাই) নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের আওতাধীন আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই উপজেলা ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত হাজারো নারী-পুরুষ এবং শিশুকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।
একই কর্মসূচির আওতায় নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা, ভোলা, খুলনা, বরগুনার বিভিন্ন এলাকায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।