Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়লেখা সীমান্তে শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২২:২০

সিলেট: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার করমপুর সীমান্ত এলাকা থেকে ৫২-বিজিবির লাতু বিওপির একটি টহল দল তাদের আটক করে। আটকদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও ছয় শিশু রয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, প্রায় পাঁচ বছর আগে তারা কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যায়। সম্প্রতি তারা সেদেশের পুলিশের হাতে আটক হন। রোববার দিবাগত রাতে বিএসএফ তাদের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে।

বিজ্ঞাপন

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসআর

আটক বড়লেখা সীমান্ত রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর