Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসি-দুদক গঠনে স্বাধীন নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২২:২৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

ঢাকা: সংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশে পিএসসি (সরকারি কর্ম কমিশন) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনে একটি স্বাধীন নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে দলের সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অতীতে যে দলই ক্ষমতায় এসেছে, তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। এই প্রবণতা রোধে সংবিধানে স্বাধীন নিয়োগ কমিটি অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘পিএসসি নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে না রেখে একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা উচিত। এতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত থাকবে—এটাই এনসিপির প্রত্যাশা।’

বিজ্ঞাপন

আখতার হোসেন আরও বলেন, ‘স্বাধীন নিয়োগ প্রক্রিয়া চালু হলে কোনো রাজনৈতিক দলের কাছে পিএসসি বা দুদক দায়বদ্ধ থাকবে না। যারা এই প্রস্তাবের বিরোধিতা করছেন তারা অযৌক্তিক বক্তব্য দিচ্ছেন।’

তিনি বিএনপির নির্বাচন কমিশন গঠনে সম্মতি দেওয়ার দৃষ্টান্ত টেনে বলেন, ‘যেভাবে বিএনপি ইসি গঠনে সমর্থন দিয়েছে, আশা করছি সংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানের গঠন প্রক্রিয়ায় নিয়োগ সংস্কারের প্রস্তাবেও তারা ইতিবাচক ভূমিকা রাখবে।’

সারাবাংলা/এফএন/এইচআই

আখতার হোসেন এনসিপি দুদক সরকারি কর্ম কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর