Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণদের এগিয়ে যেতে হবে: জবি উপাচার্য

জবি করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২২:৪৫

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, ‘জুলাইয়ের চেতনাকে আমাদের দৃঢ়ভাবে ধারণ করতে হবে। জুলাই বিপ্লবের শহিদদের রক্তদান ও আত্মত্যাগকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। তরুণদের হাতে দীর্ঘদিনের যে ফ্যাসিবাদ মূলোৎপাটিত হয়েছে, সেই সংগ্রামের লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’

সোমবার (২৮ জুলাই) ‘জুলাই স্মৃতি প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা–২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপাচার্য আরও বলেন, ‘বিতার্কিকরা যুক্তি চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ এ ধারা অব্যাহত রাখতে তরুণদের সচেতন, যুক্তিনির্ভর ও নৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাব সভাপতি নাহিদ হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল্লাহ এবং সভাপতি মাইন আল মুবাশ্বির। এছাড়াও সমাজকর্ম বিভাগের অন্যান্য শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য দেন সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান।

“যুক্তিযুদ্ধে সব্যসাচী, চেতনায় অনির্বাণ” স্লোগানকে ধারণ করে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের ডিবেট টিম অংশগ্রহণ করে। গত ২৬ জুলাই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব  এবং আজ ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগের ডিবেটিং ক্লাবের মডারেটর ফরহাদ আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক মডারেটর ড. নিবেদিতা রায় এবং স্পিকারের দায়িত্বে ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাবেক মডারেটর ড. মামুনুর রশীদ শেখ।

ফাইনাল বিতর্কে চ্যাম্পিয়ন হয় ‘ফার্মেসি বিভাগ ডিবেট ক্লাব’ এবং রানার্স আপ হয় ‘ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাব’। ডিবেটর অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন হাফেজ আশিকুর রহমান এবং ডিবেটর অব দ্য ফাইনাল হন তানজিম পাটোয়ারি।

সারাবাংলা/এএসএস/এসএস

উপাচার্য চেতনা জবি জুলাই তরুণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর