ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিভিন্ন সময়ে আলোচিত নীলা ইসরাফিল। তবে তার এই ঘোষণার পর পরই এনসিপি দাবি করেছে, নীলা কখনোই দলের সদস্য ছিলেন না। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল মাত্র।
এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘নীলা এনসিপির কেউ নয়। তিনি নাগরিক কমিটিতে ছিলেন। কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি।’
সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নীলা ইসরাফিল লেখেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর বিচার হয়নি। বরং সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করলাম। এ দলকে প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।’
এ বিষয়ে আখতার হোসেনের প্রতিক্রিয়া ছিল সুস্পষ্ট, ‘সে আমাদের পর্যবেক্ষণে ছিল। কিন্তু নানান বিতর্কিত কার্যক্রমের কারণে আমরা তাকে আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত করিনি।’