Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানি, আলজেরিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ০০:১৩

ঢাকা: রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে আলজেরিয়া।

সোমবার (২৮ জুলাই) ঢাকাস্থ আলজেরিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুনে ও প্রধানমন্ত্রী নাদির লারবাউই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় আলজেরিয়ার দুই নেতা নিহতদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে এ জাতীয় শোকের সময়ে বাংলাদেশ সরকারের ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট তেববুনে ও প্রধানমন্ত্রী লারবাউই বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্কের কথা স্মরণ করেন এবং এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সারাবাংলা /একে/এসএস

আলজেরিয়া প্রধানমন্ত্রীর প্রাণহানি বিধ্বস্ত যুদ্ধবিমান রাষ্ট্রপতি শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর