ময়মনসিংহ: ময়মনসিংহের দাপুনিয়া বাজার এলাকা থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসে র্যাব-১৪ আঞ্চলিক কার্য়ালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র্যাব-১৪ সিইও নয়মুল ইসলাম। এর আগে, ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ঢাকার মো. শাহিদ (৩০), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মোছা. রেহেনা আক্তার সাদিয়া (৩৫), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের মো. মোস্তফা (৬২) ও ময়মনসিংহের তারাকান্দার মো. মোস্তফা (৩৯)।
নয়মুল ইসলাম জানান, বুধবার (২৩ জুলাই) মো. জাকির হোসেন নামে এক ব্যাটারিচালক অটোরিকশাচালক র্যাব-১৪ এর অধিনায়ক বরাবরে ময়মনসিংহের দাপুনিয়া বাজার এলাকায় থেকে অটোরিকশা চুরির অভিযোগ দিলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। র্যাব চৌকষ অভিযানিক দল সিসিটিভি দেখে ফুটেজ চিহ্নিত করে ময়মনসিংহের গৌরিপরি থেকে তাদের গ্রেফতার করে। এ সময় চোরচক্রের ব্যবহৃত প্রাাইভেটকারটি জব্দ করা হয়।
র্যাব-১৪ এডিশনাল ডিআইজি নয়মুল হাসান জানান, তারা ঢাকা থেকে ময়মনসিংহে এসে চুরি করে চোরাইকৃত অটোরিকশা চোরচক্রের প্রধান মো. মোস্তফা এর কাছে বিক্রি করে দিত। মোস্তফা দীর্ঘদিন ধরে চোরাইকৃত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে আবার কখনো অটোরিকশার রঙ পরিবর্তন করে বিক্রি করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।