টাঙ্গাইল: সারাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা এখন টাঙ্গাইলে অবস্থান করছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে অবস্থিত শহিদ মিনারে গিয়ে শেষ হবে।
এ সময় শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে বক্তব্য দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাকে সফল করতে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতারা।
সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম,মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী,সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান সহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা বক্তব্য দেবেন।
উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী জানান, এই পদযাত্রাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের উৎসবের আমেজ বিরাজ করছে।
জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। আজ সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালামোড়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা। পথসভায় প্রায় ২৫ হাজার লোকজনের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
এদিকে, টাঙ্গাইলে জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এর আগে, সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহে জুলাই পদযাত্রা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে ১০টায় টাঙ্গাইল শহরে প্রবেশ করেন। পরে তারা শহরের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। ভাসানী ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মহান নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা টাঙ্গাইলের কার্যক্রম শুরু করছি।’
তিনি বলেন, ‘মওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন- জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন দেশ গড়তে চাই। জাতীয় নাগরিক পার্টির যে দর্শন, চিন্তা- তার মধ্যে মওলানা ভাসানী রয়েছেন।’ এ সময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।