Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে অবৈধভাবে দখল হওয়া দোকান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১০:০৫

অভিযান শেষে অবৈধ দখলদার মো. হায়দার আলী এবং তার সহযোগীদেরকে বড়াইগ্রাম থানায় পাঠানো হয়।

নাটোর: নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর বাজারে সেনা অভিযানে অবৈধভাবে দখল করা ১১টি দোকানপাট উদ্ধার করেছে সেনাবাহিনী। এ অভিযানে অবৈধভাবে দখল করা দোকানগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টার সময় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর রহমানের তিন ছেলে মো. হায়দার আলী, মো. রুহুল আমিন ও মো. আজিম উদ্দিন গতকাল সকাল ১০টার দিকে বিভিন্ন দোকানে অবৈধ চাঁদা দাবি করেন এবং ১১টি দোকান অবৈধভাবে দখল করে তালা ঝুলিয়ে দেয়। বারবার অনুরোধ সত্ত্বেও দখল না ছাড়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন দোকানের প্রকৃত মালিকগণ।

অভিযানকালে উদ্ধার হওয়া দোকানগুলোর প্রকৃত মালিক মো. কুরবান হোসেন মিলন ও মো. শাহ আলম উভয়েই নাটোর জেলার বড়াইগ্রামের নওপাড়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

অভিযান শেষে অবৈধ দখলদার মো. হায়দার আলী এবং তার সহযোগীদেরকে বড়াইগ্রাম থানায় আইনি প্রক্রিয়ার জন্য প্রেরণ করা হয়।

স্থানীয় জনগণ এবং দোকানদাররা সেনা অভিযানের প্রশংসা করে জানান, অবৈধ দখলের বিরুদ্ধে এমন পদক্ষেপ বাজারে শৃঙ্খলা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কারো প্রভাব বা পরিচয়ের বাইরে গিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধভাবে দখল দোকান উদ্ধার সেনা অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর